Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
The shrine of Baul Emperor Fakir Lalon Shah
Details

বাউল সম্রাট ফকির লালন শাহ এর মাজার

 

লালন শাহের মাজার কুষ্টিয়া শহর হতে ৪ কিঃমিঃ দূরে অবস্থিত। মাজারটিকুষ্টিয়া শহরের সাথে সড়কপথে সংযুক্ত।মাজারে রাত্রি যাপনের জন্য রেস্ট হাউসরয়েছে। লালনের বিভিন্ন সংগীত ও লালনের ছবি সম্বলিত নানাবিধ কারুকাজেপরিপূর্ণ বিভিন্ন রকমের হস্তশিল্পের সমাহার রয়েছে লালনের মাজার সংলগ্নদোকানগুলিতে। রয়েছে কালিগঙ্গা নদীর নয়নাভিরাম দৃশ্য। কালিগঙ্গা নদীর পাশেপর্যটকদের বসার সুব্যবস্থা রয়েছে।লালনের আগত অতিথিদের জন্য প্রায়শইগান পরিবেশন করে থাকেন লালনের জাত শিল্পীরা। উক্ত পরিবেশনা থাকে উন্মুক্তএবং যে কোন ব্যাক্তি উক্ত পরিবেশনা উপভোগ করতে পারেন। এছাড়াও লালনেরঅডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা। মুক্তপ্রান্তরে সারা দিনমান তারা আপন মনে পরিবেশন করে যায় লালনের হাজার মর্মভেদীসংগীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় অতি সহজে এবং আবিষ্ট করে এক রহস্যময়আবেশে।